List of Best Hotels in Bangladesh
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম ও অতি গুরুত্বপূর্ণ একটি হলো হজ্জ্ব। একে মূলত দৈহিক ও আর্থিক সামর্থ্যবানদের ইবাদত বলে গণ্য করা হয়। নবীজি মুহাম্মদ (সঃ) মক্কায় সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দানকালে বলেছিলেন-
‘‘হে লোক সকল! আল্লাহ তোমাদের উপর (বায়তুল্লাহর) হজ্জ ফরয করেছেন, অতএব তোমরা হজ্জ পালন কর।’’
মূলত নিম্নোক্ত শর্তসমূহ পূরণ হলেই হজ্ব ফরয হয় :
১. মুসলমান হওয়া
২. প্রাপ্ত বয়স্ক হওয়া
৩. স্বাধীন হওয়া (দাস না হওয়া)
৪. আর্থিক দিক থেকে হজ্ব পালনের সক্ষমতা অর্জন করা
৫. হজ্ব ফরয হওয়ার ইলম বা জ্ঞান থাকা
৬. হজ্বের সময় হওয়া।
এ বছর প্রায় ১,২৬,৭৯৮ জন বাংলাদেশ থেকে সৌদি আরব হজ্জ্বের উদ্দেশ্যে যেতে পারবেন। ঠিকঠাক নিয়ম না জানার কারনে এদের মধ্যে অনেকেই ভীন দেশে ভিন্ন পরিবেশে সম্মুখীন হতে পারেন নানারকম বিপত্তির। এসব এড়াতে তাই আগে থেকেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখা ভালো। যেমন-
১। মিনা ও আরাফাতে অনেকেই পথ ভুল করেন বা নানারকম সমস্যায় পড়েন। তাই যাবার আগেই মিনা ও আরাফাতের ম্যাপটি ডাউনলোড করে নিন।
২। আগেই জানিয়ে রাখি- বাংলাদেশ হলো নন-জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিলের অধিভুক্ত নয় এমন) দেশ। এসব দেশগুলোর জন্য সৌদি আরব সরকার সাধারণত কিছু কিছু নিয়মে ভিন্নতা এনে থাকে। যেমন- হজ্জ্ব ভিসায় কেবল নন-জিসিসি দেশের নাগরিকরা জেদ্দা-মদিনা রুটে ভ্রমণ করতে পারবেন, অন্য কোথাও নয়।
৩। ১৪ জুলাই থেকে ২২ আগস্ট,২০১৮ এর মধ্যে বিজনেস, ট্যুরিস্ট বা ভিসিট ভিসাহোল্ডাররা জেদ্দা, মদিনা ও তাইফ রুটে কোন অবস্থাতেই চলাচল করতে পারবেন না।
৪। হজ্জ্ব পালনের ক্ষেত্রে অনেক সময় নিয়মাবলী বা কিছু নির্দেশনা সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল থাকেন না। সেক্ষেত্রে ধর্ম মন্ত্রনালয় থেকে প্রকাশিত গাইডবুকটি অনুসরন করতে পারেন।
৫। হজ্জ্বের জন্য সৌদি আরবে প্রবেশ তারিখ শুরু হবে ১৪ জুলাই, ২০১৮ থেকে এবং প্রবেশের শেষ দিন হলো ১৫ অগাস্ট, ২০১৮। হজ্জ্ব সম্পন্ন করে ফিরে যাওয়ার শেষ তারিখ হলো ২৫ সেপ্টেম্বর, ২০১৮, সৌদি আরব সময় সকাল ৮ঃ০০টা পর্যন্ত।
৬। দেশে ফেরার অন্তত ৩৬ ঘন্টা পূর্বে জেদ্দায় অবস্থিত এয়ারলাইন্স অফিসে টিকিট ও পাসপোর্ট জমা দিয়ে আপনার আসন নিশ্চিত করে নিন।
৭। দেশে ফেরার সময় অনেকেই নানা রকম শপিং করেন। খেয়াল রাখবেন- কোন অবস্থাতেই আপনি বাংলাদেশ সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক অননুমোদিত কোন পণ্য নিয়ে আসতে পারবেন না। আর মালামালের ওজন ৩০ কেজির বেশি হলে প্রতি কেজির জন্য আপনাকে গুনতে হবে অতিরিক্ত মাশুল।
৬। হজ্জ্ব ভিসা ব্যতীত অন্য কোন ভিসা কোনভাবেই হজ্জ্ব করার জন্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। এরকম অবস্থায় সৌদি সরকার এয়ারপোর্ট ক্রস করতে নিষেধাজ্ঞা জারি করতে পারে, জোরপূর্বক দেশে ফেরত আসতে হতে পারে কিংবা পড়তে হতে পারে পুলিশি হয়রানীতেও।
তাই অবশ্যই হজ্জ্বে যাবার আগে আপনার এজেন্সির কাছ থেকে উল্লিখিত বিষয়গুলো পরিষ্কার হয়ে নিন।
পরিশেষে আশা করছি আপনার পবিত্র হজ্জ নিরাপদ এবং সফল ভাবে সম্পন্ন হউক ইনশাল্লাহ।
List of Best Hotels in Bangladesh
List of Best Hotels in Bangladesh
List of Best Hotels in Bangladesh
Biman Bangladesh Airlines – 12 Reasons to fly with Biman
By Rahat Muna
July 26, 2022
Thinker & Designer