এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ ঘরে বসে সর্বোচ্চ ফুড অর্ডারে জিতে নিন ফ্রী কক্সবাজারের ট্যুর!!

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ ঘরে বসে সর্বোচ্চ ফুড অর্ডারে জিতে নিন ফ্রী কক্সবাজারের ট্যুর!!

কেমন হয় যদি ঘরে বসে খেলা দেখে আর খাবার অর্ডার করেই ২ রাতের জন্য কক্সবাজারের ফ্রী ট্রিপ পাওয়া যায়? জ্বী, এটা এখন একেবারেই সম্ভব। কিভাবে সম্ভব বলছি তবে শুনুন। 


টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বিকাশ ও ফুড পান্ডা-র যৌথ উদ্যোগে ৫ জন গ্রাহক পাচ্ছেন ফ্লাইট এক্সপার্ট এর মাধ্যমে বিনামূল্যে কক্সবাজার ভ্রমণের অভাবনীয় সুযোগ! 


এখন থেকে ঘরে বসে খেলা দেখুন, খাবার অর্ডার করুন, আর জিতে নিন ফ্রী কক্সবাজার ট্যুর!


অফারের সময়


১৯শে অক্টোবর ২০২২ থেকে আগামী ১৩ নভেম্বর ২০২২– বিশ্বকাপ ফাইনাল এর দিন পর্যন্ত সর্বোচ্চ ফুড অর্ডার করলে পাবেন ফ্লাইট এক্সপার্টের ঢাকা টু কক্সবাজারের ফ্রী টিকেট, হোটেল, ও ব্রেকফাস্টের সুযোগ


অফারটি পেতে হলে আপনাকে ফুড পান্ডায় সর্বোচ্চ খাবার অর্ডার করে বিকাশে পেমেন্ট করতে হবে।


অফারের পর্যায়


এই বিশেষ অফারটি ৪টি পর্যায়ে সঙ্ঘটিত হবে। যার সময়সূচি যথাক্রমেঃ 


পর্যায় ১ঃ ১৯ অক্টোবর - ২৫ অক্টোবর 

পর্যায় ২ঃ ২৬ অক্টোবর - ১ নভেম্বর

পর্যায় ৩ঃ ২ নভেম্বর - ৮ নভেম্বর

পর্যায় ৪ঃ ৯ নভেম্বর - ১৩ নভেম্বর


বিজয়ীর পুরষ্কার


৪টি পর্যায়ে প্রতি সপ্তাহে ৪ জন এবং ১ জন স্পেশাল বিজয়ী পাবেন-


  • ঢাকা টু কক্সবাজার বিমান টিকেট (রাউন্ড ট্রিপ)

  • ৩ তারকা হোটেলে ২ রাত অবস্থান (সিঙ্গেল রুম) 

  • কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট


অংশগ্রহণের নিয়ামাবলী


অফারটিতে অংশগ্রহণের নিয়ামাবলীগুলো নিম্নে দেয়া হলোঃ


  • ফুড পান্ডায় প্রতিবারে ন্যূনতম ২০০ টাকার খাবার অর্ডার করে বিকাশে পেমেন্ট করতে হবে। 

  • সর্বোচ্চ অর্ডারকারী ৫ জন অফারটি উপভোগ করতে পারবেন।

  • একজন অংশগ্রহণকারী শুধুমাত্র একবারই জিততে পারবেন।

  • বিজয়ীদের ট্রাভেল ট্যাক্স হিসেবে ১,৫০০ টাকা দিতে হবে। 

  • বুকিং এর শেষ সময়ঃ ৩১ ডিসেম্বর ২০২২ (টিকেট ও হোটেল দুটোরই)

  • ভ্রমণ পিরিওডঃ ১ ফেব্রুয়ারী ২০২৩ থেকে ৩০ এপ্রিল ২০২৩


অফারের শর্তাবলী


১/ যদি কোন বিজয়ী ভ্রমণের সময় বাড়ানোর অনুরোধ করেন তবে তা গৃহীত হবে না। 

২/ টিকেট ইস্যু ও হোটেল কনফার্মেশনের পর কোন পরিবর্তন/রিফান্ডের অনুরোধ গৃহীত হবে না।

৩/ উল্লিখিত অফারের বিপরীতে কোন রিফান্ড প্রদান করা হবে না।

৪/ এয়ার টিকেট ও হোটেল কনফার্মেশনের কমপক্ষে ৩০ দিন আগে এডভান্স নোটিস দেয়া হবে। 


পরিশেষে, 


এই টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ উপভোগ করুন “সর্বোচ্চ ফুড অর্ডারে ফ্রী কক্সবাজারের ট্যুর” অফারটিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণের নিয়ম খুবই সহজ। ফুড পান্ডায় প্রতিবারে ন্যূনতম ২০০ টাকার অর্ডার করুন আর বিকাশে পেমেন্ট করুন। সর্বোচ্চ অর্ডারকারী হয়ে জিতে নিন কক্সবাজারে ফ্রী ট্যুর দেয়ার আকর্ষনীয় সুযোগটি।

By Rahat Muna

Thinker & Designer

Share This Post :