List of Best Hotels in Bangladesh
চিকিৎসার জন্যে ভারত সেই অনেক আগে থেকেই বিখ্যাত একটি গন্তব্য। এর প্রধান কারন হল এখানে আপনি ইউরোপ এবং আমেরিকার সমমানের উন্নত চিকিৎসা পাবেন। কিন্তু খরচ হবে সেসব দেশের তুলনায় মাত্র দশ ভাগের একভাগ। এছাড়া বাংলাদেশের সরকারী ও বেসরকারি হাসপাতাল গুলোর নিত্য অনিয়মের চিত্র দেখে দেখে সবাই ক্লান্ত। অসুস্থ অবস্থায় মানুষ থাকে সবচাইতে অসহায়। এই অবস্থার সুযোগ কেউ নিক, এটা কারই কাম্য নয়। একারণে একটু আর্থিক সামর্থ্য থাকলেই মানুষ চিকিৎসার উদ্দেশ্যে ভারত যেতে চায়। কারণ তুলনামূলক ভাবে উন্নত চিকিৎসা খরচ বাংলাদেশের তুলনায় ভারতে বেশ কম এবং অপেক্ষাকৃত বেশী নির্ভরযোগ্য।
ভারতীয় ডাক্তারগণ অনেক অভিজ্ঞ এবং তাঁদের জ্ঞানের পরিধি অনেক দেশের ডাক্তারদের চাইতে অনেক বেশী। এর প্রধান কারণ হল, ডাক্তার হবার ডিগ্রী প্রাপ্তির পরেও তাঁরা নিয়মিত প্রচুর পড়াশোনা করে থাকেন। ভারতীয় ডাক্তারদের এটা একটা দারুন ঐতিহ্য। একারণে দিন দিন তাঁদের যোগ্যতা বেড়েই চলে এবং নিত্য নতুন রোগ ও তাঁদের প্রতিকার সম্পর্কে তাঁদের যথেষ্ট ভাল ধারনা থাকে। এছাড়া ভারতের হাসপাতাল গুলো আধুনিক ও পর্যাপ্ত পরিমান যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত। সব চাইতে বড় যে কারণ সেটা হল, ছোট হোক কিংবা বড়, ভারতীয় হাসপাতালের ডাক্তার এবং অন্যান্য সদস্যরা অনেক সততার সাথে রোগীদের সেবা দিয়ে থাকেন। রোগীদের চিকিৎসা খরচ কমানোর ব্যাপারেও তাঁরা নিজেরাই সচেষ্ট থাকেন। থাকেনা তাঁদের আন্তরিকতার কোন অভাব। কোন দেশের ডাক্তারদের ছোট করতে চাইনা, তবে যারাই ভারত গিয়েছেন চিকিৎসার জন্য, তাঁদের বেশিরভাগই ভারতীয় চিকিৎসার ভূয়সী প্রশংসা করেছেন।
ভারতে চিকিৎসা নিতে যাওয়ার আরেকটি বড় কারণ হল চিকিৎসার কম খরচ। এখানে উন্নত মানের চিকিৎসা পাওয়া যায় যার খরচ তুলনামুলকভাবে অনেক কম। একারণে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে প্রতিবছর বিপুল পরিমান মানুষ ভারতে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে অস্ট্রেলীয়দের সংখ্যা সবচাইতে বেশী। বিদেশী অতিথিদের সমাগম বৃদ্ধি পাবার কারণে ভারত সরকারও চিকিৎসার মান উন্নয়নের ব্যাপারে আপোষহীন। একই সাথে চিকিৎসা ব্যয়কেও তাঁরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হয়েছে। ফলস্বরূপ কম খরচে উন্নত চিকিৎসার জন্য ভারত একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিনত হয়েছে।
বর্তমানে বাংলাদেশ থেকেও প্রচুর লোক ভারতে চিকিৎসার উদ্দেশ্যে গমন করে থাকেন। এ সংখ্যা দিন দিন বাড়ছেই। ভারতের বেশ কিছু শহর আছে যেখানে বেশ কম খরচে উন্নত মানের চিকিৎসা পাওয়া যায়। আমাদের আজকের ব্লগে আমরা তুলে ধরবো ভারতে চিকিৎসা সংক্রান্ত নানা তথ্য।
বিশাল দেশ ভারত। এর প্রতিটি শহরেই রয়েছে হাসপাতাল। তবে এর মধ্যে অনেকগুলো শহর রয়েছে যেগুলো চিকিৎসার জন্যে একটু বেশী বিখ্যাত। এগুলো হলঃ
১। চেন্নাই
২। মুম্বাই
৩। নয়া দিল্লী
৪। গোয়া
৫। বেঙ্গালোর
৬। আহমেদাবাদ
৭। কইম্বাটর
৮। ভেলর
৯। আলেপ্পে
১০। হায়দ্রাবাদ
আমরা খোজ খবর করে এর মধ্যে সেরা ৭ টি সেরা চিকিৎসা সুবিধা সম্পন্ন শহরকে নিয়ে আমরা কথা বলেছি।
প্রথমেই চলে আসবে চেন্নাই এর নাম। চিকিৎসা নিতে আসা মানুষ ও তাদের স্বজনদের কাছে অতি পরিচিত ও প্রিয় একটি নাম চেন্নাই। এখানে প্রতিবছর প্রচুর লোক চিকিৎসা নিতে আসে। এক গবেষনায় দেখা গেছে যে প্রায় চল্লিশ শতাংশ মানুষ চেন্নাইকে বেছে নেয় চিকিৎসার জন্যে। ভারতের চিকিৎসা রাজধানী হিসেবে পরিচিত চেন্নাইয়ে প্রতিদিন দুই থেকে তিন শতাধিক আন্তর্জাতিক রোগী বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা নেয়ার জন্যে ভর্তি হন। চিকিৎসা সেবাগুলোর মধ্যে আছে বোন ম্যারোও ট্রান্সপ্ল্যান্ট (Bone Marrow Transplantation), কার্ডিয়াক বাইপাস, চোখের বিভিন্নও সার্জারি, বিভিন্নও অঙ্গ প্রত্যাঙ্গ রিপ্লেসমেন্ট ও বিভিন্নও ধরে মেডিকেল ও আয়ুর্বেদিক চিকিৎসা।
নীচে বেশ কিছু ভাল হাসপাতালের নাম, ওয়েবসাইট ও ফোন নম্বর দেয়া হলঃ
১। অ্যাপোলো হসপিটালঃ https://www.apollohospitals.com/ ফোনঃ +91-44-2829 6569/2829 3333
২। ড.মেহতা’স হসপিটালঃ http://www.mehtahospital.com/ ফোনঃ +91-9840185644
৩। ফরটিস মালার হসপিটালঃ http://www.fortismalar.com/ ফোনঃ +91-8939831205/ 8939831211
৪। ফ্রন্টিয়ার লাইফ লাইন হসপিটালঃ http://www.frontierlifeline.com/ ফোনঃ +91-44-42017575
৫। ড. কামাক্ষী মেমোরিয়াল হসপিটালঃ +91-44-66300300/ 8056300300
ঢাকা থেকে চেন্নাই বিমান টিকিট সুলভে বুক করতে যোগাযোগ করুন আমাদের কল সেন্টার নম্বরঃ +88-09617-111-888 অথবা মোবাইল নম্বর +880 1847291 388। অথবা ভিজিট করুনঃ https://www.flightexpert.com
চিকিৎসার জন্য ভারতের দ্বিতীয় জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত মুম্বাই। এখানে বেশ কিছু ভাল মানের সুপার হসপিটাল রয়েছে। সরকারী ও ব্যাক্তি মালিকানাধীন এইসমস্ত হাসপাতাল গুলো দীর্ঘদিন থেকে উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে আসছে। এসমস্ত হসপিটাল গুলোতে অর্থপেডিক রিসার্চ ও ডায়াগ্নস্টিক, ওজন ও মেদ কমানো, কসমেটিক সার্জারি, অনকোলজি ও ডায়াবেটিক রোগিদের সেবা সহ আরও নানাবিধ চিকিৎসা সেবা দিয়ে থাকে। মুম্বাইয়ের আয়ুর্বেদিক চিকিৎসাও অনেক জনপ্রিয়।
নীচে বেশ কিছু ভাল হাসপাতালের নাম ও ওয়েবসাইট ও ফোন নম্বর দিয়ে দেয়া হলঃ
১। বম্বে হসপিটাল এন্ড মেডিক্যাল রিসার্চ সেন্টার http://bombayhospital.com/ ফোনঃ +91 22 2206 7676
২। এস এল রাহেজা হসপিটাল http://rahejahospital.com/ ফোনঃ +91 22 6652 9666
৩। লীলাবতী হসপিটালঃ http://www.lilavatihospital.com/ ফোনঃ +91 22 2675 1000
৪। পিডি হিন্দুজা হসপিটাল https://www.hindujahospital.com/ ফোনঃ +91 22 6766 8181
৫। ব্রিচ ক্যান্ডি হসপিটাল https://www.breachcandyhospital.org/ ফোনঃ +91 22 2366 7788
ঢাকা থেকে মুম্বাই বিমান টিকিট সুলভে বুক করতে যোগাযোগ করুন আমাদের কল সেন্টার নম্বরঃ +88-09617-111-888 অথবা মোবাইল নম্বর +880 1847291 388। অথবা ভিজিট করুনঃ https://www.flightexpert.com
বেঙ্গালোর ভারতের অনেক প্রসিদ্ধ একটি যায়গা। চিকিৎসার জন্যে বেঙ্গালোর বেশ বিখ্যাত। এশিয়ার বিভিন্নও দেশ সহ পশ্চিমা নাগরিকরা এখানে চিকিৎসা নিতে আসেন। প্রচুর বাংলাদেশিও বেঙ্গালরে চিকিৎসা করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর প্রধান কারন এখানকার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতালগুলো। ভারতের প্রায় সবগুলো বড় হাসপাতালের একটি শাখা বেঙ্গালরে পেয়ে যাবেন। এখানকার হাসপাতালগুলো আন্তর্জাতিক মানের এবং অনেক পরিস্কার পরিচ্ছন্ন। এখানে ডিপ্রেশন, কারবাঙ্কল, আর্থরাইটিস, সোরাইসিস, ক্যান্সার, পাইলস, সহ অন্যান্য জটিল রোগের ভাল চিকিৎসা দেয়া হয়। এছাড়া বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ও ব্রণ ও মুখের দাগ দূর করার বেশ ভাল সেবা দেয়া হয়।
নীচে বেশ কিছু ভাল হাসপাতালের নাম ও ওয়েবসাইট ও ফোন নম্বর দিয়ে দেয়া হলঃ
১। সোরাইসিস ট্রিটমেন্ট বেঙ্গালোর https://www.psoriasistreatmentbangalore.com/ +91 99458 50945
২। সিটকেয়ার হসপিটাল https://www.cytecare.com/ ফোনঃ +91 80 2217 6767
৩। বেঙ্গালোর পাইলস ক্লিনিকঃ http://bangalorepilesclinic.com/ +91 97390 71007
৪। এ কে ক্লিনিক (হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ও স্কিন কেয়ার) https://akclinics.org/ ফোনঃ +91 97799 44207
৫। কিডওয়াই মেমোরিয়াল হসপিটাল (অনকোলজি) http://kidwai.kar.nic.in/ ফোনঃ +91 80 2609 4000
ঢাকা থেকে বেঙ্গালোর বিমান টিকিট সুলভে বুক করতে যোগাযোগ করুন আমাদের কল সেন্টার নম্বরঃ +88-09617-111-888 অথবা মোবাইল নম্বর +880 1847291 388। অথবা ভিজিট করুনঃ https://www.flightexpert.com
গোয়া কে আমরা একটি টুরিস্ট স্পট হিসেবেই বেশী জানি। বিশেষ করে পশ্চিমা পর্যটকদের কাছে গোয়া অনেক জনপ্রিয় একটি গন্তব্য। আগত বিদেশী পর্যটকদের চিকিৎসা সেবা দিতে এখানে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্রগুলো গড়ে উঠেছে। এখানকার পরিবেশ উন্নত করতে এবং সুস্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ভারতের কেন্দ্রিয় সরকারও যথেষ্ট তৎপর। তাদের পৃষ্ঠপোষকতায় এখানে গড়ে উঠেছে সর্বাধুনিক মেডিক্যাল হাব। এখানে দাঁত, চোখ, হার্ট এবং অর্থপেডিক সমস্যা সহ অন্যান্য বিভিন্ন সমস্যার ভাল সমাধান পাবেন। চিকিৎসার পাশাপাশি গোয়ার চমৎকার সৈকত ও অন্যান্য দর্শনীয় স্থান আপনার দুশ্চিন্তাগ্রস্থ মনকে অনেকটাই ভাল করে দিতে পারবে।
নীচে বেশ কিছু হাসপাতালের নাম ও ওয়েবসাইট ও ফোন নম্বর দিয়ে দেয়া হলঃ
১। ম্যানিপাল হসপিটাল https://goa.manipalhospitals.com/ ফোনঃ 0832 6632500
২। ড. কেদার হসপিটাল http://www.goaivfcentre.com/ ফোনঃ +91 832 222 0592
৩। এস এম আর সি হসপিটাল http://smrcgoa.org/ ফোনঃ +91 832 669 1919
৪। গ্রেস ইন্টেন্সিভ কার্ডিয়াক কেয়ার সেন্টারঃ http://www.gracecardiachospital.com/ ফোনঃ +91 832 272 5391
৪। আদিত্য মিনিমাল অ্যাক্সেস সারজিকাল ক্লিনিক http://www.adityamasc.com/ +91 7774099011
ঢাকা থেকে গোয়া বিমান টিকিট সুলভে বুক করতে যোগাযোগ করুন আমাদের কল সেন্টার নম্বরঃ +88-09617-111-888 অথবা মোবাইল নম্বর +880 1847291 388। অথবা ভিজিট করুনঃ https://www.flightexpert.com
নয়া দিল্লীর কথা আসলে নতুন করে বলার কিছু নাই। সমগ্র ভারতের রাজধানী নয়া দিল্লিতে চিকিৎসার সর্বাধুনিক ব্যাবস্থা থাকবেই, এটা বলার অপেক্ষা রাখেনা। এখানে বহু সংখ্যক সরকারী এবং বেসরকারী হাসপাতাল রয়েছে যেগুলো আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে সক্ষম। বিদেশী রোগিদের জন্য আছে বিশেষ প্যাকেজ সুবিধা। এর মধ্যে আছে জেনারেল সার্জারি, আই সার্জারি, হার্ট কেয়ার, নিউরো সার্জারি সহ আরও অন্যান্য। এছাড়া বিভিন্ন ধরনের কস্মেটিক সার্জারি, ডিপ্রেশন জনিত সমস্যা, ব্লাডার ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সেবা দেয়া হয়।
নীচে বেশ কিছু হাসপাতালের নাম ও ওয়েবসাইট ও ফোন নম্বর দিয়ে দেয়া হলঃ
১। অ্যাপোলো স্পেকট্রা হসপিটাল https://www.apollospectra.com/ ফোনঃ +91 11 4004 3300
২। মাধুকর রেইনবো চিলড্রেন’স হসপিটাল https://www.rainbowhospitals.in/delhi/ +91 84487 99504
৩। পারাস ব্লিস হসপিটালস https://www.parashospitals.com/parasbliss/ ফোনঃ +91 11 4041 1111
৪। ভেঙ্কটেশ্বর হসপিটাল https://www.venkateshwarhospital.com/ ফোনঃ +91 11 4855 5555
৫। পার্ক হসপিটাল https://www.parkhospital.in/ ফোনঃ +91 11 4532 3232
ঢাকা থেকে নয়া দিল্লী বিমান টিকিট সুলভে বুক করতে যোগাযোগ করুন আমাদের কল সেন্টার নম্বরঃ +88-09617-111-888 অথবা মোবাইল নম্বর +880 1847291 388। অথবা ভিজিট করুনঃ https://www.flightexpert.com
ভারতের আরেকটি শহর যেটি ধীরে ধীরে ভারতের অন্যতম প্রধান মেডিক্যাল হাব এ পরিনত হচ্ছে, সেটি হল আহমেদাবাদ। উপরে বর্ণিত শহরগুলোর চাইতে অপেক্ষাকৃত কম ব্যাস্ত থাকার কারণে অনেকেই আহমেদাবাদকে বেছে নিচ্ছেন তাদের চিকিৎসার গন্তব্য হিসেবে। এখানে বেশ বড় এবং আধুনিক ব্যাবস্থা সমৃদ্ধ কিছু হাসপাতাল রয়েছে। আহমেদাবাদেই আছে বিখ্যাত সিভিল হসপিটাল, যা কিনা এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ হাসপাতাল।
নীচে বেশ কিছু হাসপাতালের নাম ও ওয়েবসাইট ও ফোন নম্বর দিয়ে দেয়া হলঃ
১। সিভিল হসপিটাল http://civilhospitalamdavad.org/ ফোনঃ +91 79 2268 3721
২। সি আই এম এস হসপিটাল http://www.cims.org/ ফোনঃ +91 79 2771 2771
৩। জায়দুস হসপিটাল http://www.zydushospitals.com/ ফোনঃ +91 79 6619 0201
৪। এইচ সি জি হসপিটাল http://www.hcghospitals.in/ ফোনঃ +91 79 4001 0101
৫। শ্যালবি হসপিটাল https://www.shalby.org/ ফোনঃ +91 79 4020 3000
ঢাকা থেকে আহমেদাবাদ বিমান টিকিট সুলভে বুক করতে যোগাযোগ করুন আমাদের কল সেন্টার নম্বরঃ +88-09617-111-888 অথবা মোবাইল নম্বর +880 1847291 388। অথবা ভিজিট করুনঃ https://www.flightexpert.com
চিকিৎসার জন্যে ভারতের আরেকটি প্রসিদ্ধ এলাকা হল ভেলর। ভেলরের অবস্থান ঠিক চেন্নাই এবং বেঙ্গালোর এর মাঝামাঝি। চেন্নাই এবং বেঙ্গালোর দুটাই প্রধান শহর হবার কারণে থাকা খাওয়া সহ অন্যান্য খরচ একটু বেশী হবে এটা স্বাভাবিক। এছাড়া প্রধান শহরের ব্যাস্ততা তো আছেই। যারা এই বাড়তি খরচ আর ব্যাস্ততা এড়াতে চান তাদের জন্য ভেলর বেশ ভাল হবে। বিশেষ করে বাংলাদেশীদের কাছে ভেলর বেশ জনপ্রিয়। এছাড়া কলকাতা থেকেও প্রচুর মানুষ এখানে চিকিৎসা করাতে যায়। প্রচুর বাঙালি যায় বলে বাংলা খাবারের কোন অভাব হয় না এখানে, এটা একটা বাড়তি সুবিধা। এখানে বেশ কিছু ভাল ও আধুনিক হাসপাতাল আছে যার মধ্যে সি এম সি ভেলর বেশ স্বনামধন্য। ভেলরের বিভিন্নও হাসপাতালগুলোতে মেরুদণ্ডে ব্যাথা, হাড়ের সমস্যা, আর্থরাইটিস, বিভিন্নও ধরনের ক্যান্সার, মাতৃত্বজনিত সমস্যা সহ বিভিন্নও জটিল রোগের চিকিৎসা সেবা দেয়া হয়।
নীচে বেশ কিছু হাসপাতালের নাম ও ওয়েবসাইট ও ফোন নম্বর দিয়ে দেয়া হলঃ
১। সি এম সি মেডিক্যাল কলেজ হসপিটাল https://clin.cmcvellore.ac.in ফোনঃ 0416-2281000, 3070000
২। এ আর সি ফার্টিলিটি হসপিটাল http://www.arcivf.com/ ফোনঃ +91 78119 99999
৩। শ্রী সাঁই আইডিয়াল ডেন্টাল কেয়ার http://saaiidealdental.com/ ফোনঃ +91 416 224 4990
৪। সি এমসি ভেলর আই হসপিটাল http://www.cmch-vellore.edu/Home.aspx ফোনঃ +91 416 228 1000
৫। আন্না মালাই হাসপাতাল https://annamalaihospital.business.site/ ফোনঃ +91 416 226 6555
৬। ডঃ মোহন ডায়বেটিক হসপিটাল https://drmohans.com/ ফোনঃ 044 43968888
ঢাকা থেকে ভেলর যেতে হলে আপনাকে রেনিগুন্তা শহরের অন্তর্গত তিরুপাতি বিমান বন্দরে অবতরণ করতে হবে। ভেলরে বিমান বন্দর আছে তবে সেটি এখনো নির্মাণাধীন। ধারণা করা হচ্ছে ২০১৯ সালের মধ্যে এর কাজ শেষ হবে।
ঢাকা থেকে ভেলর (তিরুপাতি) বিমান টিকিট সুলভে বুক করতে যোগাযোগ করুন আমাদের কল সেন্টার নম্বরঃ +88-09617-111-888 অথবা মোবাইল নম্বর +880 1847291 388। অথবা ভিজিট করুনঃ https://www.flightexpert.com
ভারতে চিকিৎসা নিতে যারা ভ্রমণ করবেন, এই তথ্য গুলো তাদের কাজে লাগবে এই আশা রাখছি। এখানে বিশেষ ভাবে বলে রাখা প্রয়োজন যে আমরা কোন হাসপাতালকে প্রোমোট করছি না। আমরা হাসপাতাল গুলো বাছাই করেছি সেখানে সেবা নেয়া রোগীদের মতামতের উপর ভিত্তি করে। লিস্টের বাইরের কোন হাসপাতালের আপনি ভাল সেবা পেয়ে থাকলে সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা সেটিকে এই লিস্টের অন্তর্ভুক্ত করতে পারব।
হাসপাতালের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার আগে অবশ্যই নিজে যাচাই বাছাই করে নিবেন এবং সব রকমের খোজ খবর নিয়ে নিবেন। অ্যাপয়েন্টমেন্ট অন্য কারো মাধ্যমে করার চাইতে নিজে বা কাছের কারো সাহায্য নিয়ে হাসপাতালের ওয়েবসাইটে ঢুঁকে বা ফোন দিয়ে সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে ভাল হয়। এতে প্রতারিত হবার সম্ভাবনা থাকে না। তবে পরিচিত লোকজন থাকলে তাঁদের সাহায্য নিতে পারেন।
পরিশেষে চিকিৎসার উদ্দেশ্যে আপনার ভারত ভ্রমণ শুভ হোক এই কামনা করছি। ভারতের সুচিকিৎসা আপনাকে বা আপনার প্রিয়জনকে সম্পূর্ণ রুপে সুস্থ করে তুলবে, এই প্রত্যাশায় শেষ করছি।
List of Best Hotels in Bangladesh
List of Best Hotels in Bangladesh
List of Best Hotels in Bangladesh
Biman Bangladesh Airlines – 12 Reasons to fly with Biman
By Rahat Muna
July 26, 2022
Thinker & Designer